শিক্ষা ডেস্ক ;
দিনাজপুর বোর্ডে এসএসসির ৪ বিষয়ের পরীক্ষা স্থগিত
বুধবার (২১ সেপ্টেম্বর)
দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়াম্যান প্রফেসর কামরুল ইসলাম স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, অনিবার্যকারণবশত দিনাজপুর বোর্ডের অধীনে গণিত, পদার্থ, রসায়ন ও কৃষি বিভাগের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্থগিত বিষয়গুলোর পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে। বাকি বিষয়ের পরীক্ষা রুটিন অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, রুটিন অনুযায়ী ২২ সেপ্টেম্বর গণিত, ২৪ সেপ্টেম্বর পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), ২৫ সেপ্টেম্বর কৃষি শিক্ষা এবং ২৬ সেপ্টেম্বর রসায়ন (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন