নিয়মিত আয়োজন ;
ডেইলি মহেশখালী ;
বৃহস্পতিবার, ৪: ১২ মিনিট, ১৪ ডিসেম্বর ২০২২
© ডেইলি মহেশখালী |
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ প্রস্তুতি নিন ডেইলি মহেশখালীর সাথেই।
বাংলা প্রস্তুতি মডেল টেস্ট ১
১.বিদায় হজ কত হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল?
ক.অষ্টম খ.নবম গ.দশম ঘ.একাদশ
২.মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কয়টি ?
ক.২ খ.৩ গ.৪ ঘ.৫
৩.সংকল্প কবিতা কে লিখেছেন ?
ক.কাজী কাদের নেওয়াজ খ.রবীন্দ্রনাথ ঠাকুর গ.আহসান হাবীব ঘ.কাজী নজরুল ইসলাম
৪.টেরাকোটা অর্থ কি?
ক.পোড়ামাটির ফলক খ.মৃৎপাত্র
গ.পুরনো জিনিস ঘ.তরকারির কোটা
৫.যুগান্তর অর্থ কি ?
ক.দেশান্তর খ. অন্য যুগ
গ.অন্য দেশ ঘ.অন্ধকার
৬.মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) আমাদের জন্য কয়টি জিনিস রেখে গিয়েছেন ?
ক.২টি খ.৩টি গ.৪টি ঘ.৫টি
৭.সংকল্প শব্দের অর্থ কি ?
ক. খ. গ. ঘ.
৮.ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় কেন দেশের কথা?
ক.আফ্রিকা খ.অস্ট্রেলিয়া
গ.বাংলাদেশ ঘ.ভারত
৯.অমিত শক্তিধর বলা হয় কোনটিকে?
ক.বাঘ খ.শিয়াল গ.সিংহ ঘ.হাতি
১০.ড্রিবলিং কোন খেলার সাথে পরিচিত?
ক.ফুটবল খ.ক্রিকেট
গ.হকি ঘ.বাস্কেটবল
১১.আমাদের বিজয় দিবস কত তারিখ?
ক.২১ ফেব্রুয়ারী খ.১৪ ডিসেম্বর
গ.২৬ মার্চ ঘ.১৬ ডিসেম্বর
১২.কবি প্রজাপতির সাথে কথা বলেছিল কিভাবে?
ক.আস্তে আস্তে খ.ছন্দ-সুরে
গ.বড় করে ঘ.গানে গানে
১৩.কথায় আছে মামার বাড়ি কি?
ক.রসের হাঁড়ি খ.শীতের বাড়ি
গ.আনন্দের হাঁড়ি ঘ.শখের হাঁড়ি
১৪.আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প কোনটি?
ক.চারুশিল্প খ.কারুশিল্প
গ.দারুশিল্প ঘ.মৃৎশিল্প
১৫.আনন্দপুরে মেলা বসে কখন ?
ক.ষোল ডিসেম্বর খ.৮ই ফাল্গুন
গ.পহেলা বৈশাখ ঘ.পহেলা জানুয়ারি
শেয়ার করে সবাইকে প্রস্তুতি নিতে সহায়তা করতে পারেন।
নিয়মিত মডেল টেস্ট পেতে ডেইলি মহেশখালীর ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন