শিক্ষা ডেস্ক ;
সম্পাদকীয়,
ডেইলি মহেশখালী।
অনুষ্ঠিততব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২২ হতে যাচ্ছে আগামী ২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার)।
জানা গেছে ২ ঘন্টার পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞানসহ সর্বমোট ১০০ নাম্বারের ভিত্তিতে অনুষ্ঠিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা।
আরও জানা যায়, এতে প্রশ্নের ধরন হবে এমসিকিউ এবং রচনামূলক। যেখানে ১৫টি করে এমসিকিউ (মাল্টিপল চয়েস কোয়শ্চন) থাকবে ৪টি বিষয়ের প্রতিটিতে,যেখানে প্রতিটি প্রশ্নের মান ১ নাম্বার এবং সকল প্রশ্নের উত্তর করলে ৬০ নাম্বার পাওয়া যাবে । রচনামূলক (অনেকটা সৃজনশীল প্রশ্নের মত) প্রশ্নে প্রতিটি বিষয়ে ১টি করে প্রশ্ন থাকবে, যেখানে প্রতি বিষয়ে প্রশ্নের মান থাকবে ১০ করে সর্বমোট ৪০।
এতে বাংলায় ১টি রচনামূলক প্রশ্ন লিখতে বলা হবে যার মান ১০ বরাদ্দ থাকবে।
( সৃজনশীল অনুরূপ হতে পারে)
গণিতে সমস্যা সমাধানমূলক প্রশ্ন থাকবে ২টি যার প্রতিটিতে ৫ নাম্বার করে টোটাল ১০।
ইংরেজিতে থাকবে Short Composition যার জন্য বরাদ্দ ১০ নাম্বার
এবং বিজ্ঞান বিষয়ে ২টি রচনামূলক প্রশ্ন থাকবে যেখানে প্রতিটি প্রশ্নের মান ৫ এবং টোটাল ১০ নাম্বার।
এতে সম্পূর্ণ পরীক্ষা হবে ৬০+৪০=১০০ নাম্বারে।
এতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার
ফি নির্ধারণ করা হয়েছে ৫০/- (পঞ্চাশ টাকা)
২৯/১২/২০২২ তারিখে দেশের অনেক উপজেলায় স্থানীয় নির্বাচন থাকায় পরীক্ষার সময়সূচি পরিবর্তন হওয়ার আশংকা রয়েছে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন