২ ঘন্টায় চলবে এইচএসসি পরীক্ষা,কমানো হয়েছে নাম্বারও

প্রকাশ : ১৯ অক্টোবর, ২০২২

শিক্ষা ডেস্ক ;


প্রতিবছরের অনুষ্ঠিত হতে যাচ্ছে এইচএসসি সমমানের পরীক্ষা ২০২২। এতে অন্যান্য বছরের মতো হচ্ছে চলতি বছরের এইচএসসি, এসেছে নাম্বার এবং সময় নিয়ে পরিবর্তন। প্রতিবছর যেখানে ৩ ঘন্টায় শেষ হতো পরীক্ষা সেখানে এবার ২ ঘন্টা বরাদ্দ করা হয়েছে পরীক্ষার সময়, একইসাথে কমানো হয়েছে নাম্বারও। 


বুধবার (১৯ অক্টোবর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।


এতে বলা হয়েছে, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১০০ নাম্বারের পরিবর্তে ৪৫ - ৫৫ নাম্বারে অনুষ্ঠিত হবে এবং একইসাথে ২ ঘন্টায় শেষ করা হবে পরীক্ষা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ব্যবহারিক পরীক্ষা বাদ দিয়ে ৪৫ নাম্বারের এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা ৫৫ নাম্বারের পরীক্ষায় অংশগ্রহণ করবে। এতে সৃজনশীল প্রশ্নের জন্য ৩০ নাম্বার এবং এমসিকিউ প্রশ্নের জন্য থাকবে ১৫ নাম্বার। 



মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ