দূর্ঘটনায় নিহত ভারতের চিফ অফ ডিফেন্স - dailymoheshkhali.com দূর্ঘটনায় নিহত ভারতের চিফ অফ ডিফেন্স - dailymoheshkhali.com

দূর্ঘটনায় নিহত ভারতের চিফ অফ ডিফেন্স

 



হেলিকপ্টার দূর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। এ দূর্ঘটনায় তার স্ত্রীসহ ১৩ জনের মৃত্যুর হয়েছে। ১৪ জনের মধ্যে বাকি ১ জন মারাত্মক আহত হয়ে এখনো জীবিত রয়েছে হাসপাতালে।





ভারতের বিমান বাহিনী (IAF) টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে।



আইএএফ এক বিবৃতিতে জানায়, "আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে, জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত এবং বিমানটিতে থাকা অন্য ১১ জন দুর্ঘটনায় নিহত হয়েছেন।"


তাদের বহনকারী এমআই-১৭ ভি৫ হেলিকেপ্টারটি তামিলনাড়ু রাজ্যের কুন্নুরে বুধবার দুপুর ২টার কিছু আগে দুর্ঘটনায় পতিত হয়। তবে বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।


হেলিকপ্টারটি বেলা ১১টা ৪৫ মিনিটে কোয়েম্বাটুরের সুলুরে বিমান বাহিনী ঘাঁটি থেকে নীলগিরি পাহাড়ের ওয়েলিংটনের উদ্দেশ্যে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়।


জেনারেল রাওয়াত ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে যাচ্ছিলেন।

হেলিকপ্টারটি লক্ষ্যস্থল থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ছিল আর মাত্র ১০ মিনিট পরই অবতরণ করতো।

সূত্র : NDTV






No Comment
মন্তব্য লিখুন
comment url