বিশ্বব্যাপী বন্ধ হয়ে গেল জনপ্রিয় অ্যালেক্সা ওয়েব সার্ভিস - dailymoheshkhali.com বিশ্বব্যাপী বন্ধ হয়ে গেল জনপ্রিয় অ্যালেক্সা ওয়েব সার্ভিস - dailymoheshkhali.com

বিশ্বব্যাপী বন্ধ হয়ে গেল জনপ্রিয় অ্যালেক্সা ওয়েব সার্ভিস

প্রযুক্তি ডেস্ক,

বুধবার, ২৫ মে, ২০২২


সারাবিশ্বে সকল ওয়েবপ্রেমী এবং ব্লগারদের কাছে জনপ্রিয় একটি ওয়েব কোম্পানি হিসেবে জায়গা করে নিয়েছিল অ্যালেক্সা যা অ্যামাজন অ্যালেক্সা নামেও পরিচিত। এটি ১৯৯৬ সালে যাত্রা শুরু করে বিভিন্নভাবে ফ্রী সার্ভিস দিয়ে আসছিল সকল প্রযুক্তিপ্রেমীদের। 



২০১৪ সালে এটি কিনে নেয় আমেরিকান বিখ্যাত প্রযুক্তি কোম্পানি অ্যামাজন, এতে এটি পরিচয় লাভ করে নতুন নামে অ্যামাজন অ্যালেক্সা। 

মালিকানা বদলালেও বদলায়নি ফ্রী সার্ভিস। 


হঠাৎ করেই এই জনপ্রিয় কোম্পানিটা গত ১ মে ২০২২ থেকে তাদের সকল সার্ভিস এর ইতি টেনেছে বলে ঘোষণা দিয়েছেন অ্যালেক্সা কতৃপক্ষ। 

তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট www.alexa.com এ End of Service Notice শিরোনামে ঘোষণাটি দেন। 

ঘোষণায় বলা হয়েছে, 

❝End of Service Notice

We retired Alexa.com on May 1, 2022, after more than two decades of helping you find, reach, and convert your digital audience. Thank you for making us your go-to resource for content research, competitive analysis, keyword research, and so much more.❞

অনুবাদঃ

❝সার্ভিস বা সেবার সমাপ্তি বিজ্ঞপ্তি। 

 দুই দশকেরও বেশি সময় ধরে আপনার ডিজিটাল শ্রোতাদের খুঁজতে, পৌঁছাতে এবং রূপান্তর করতে সাহায্য করার পর আমরা ১ মে, ২০২২-এ Alexa.com-কে অবসর নিয়েছি। বিষয়বস্তু গবেষণা, প্রতিযোগীতামূলক বিশ্লেষণ, কীওয়ার্ড গবেষণা এবং আরও অনেক কিছুর জন্য আমাদেরকে আপনার কাছে যাওয়ার সংস্থান করার জন্য আপনাকে ধন্যবাদ।❞


১৯৯৬ সাল থেকে ওয়েবসাইটটি একজন ওয়েব ব্যবহারকারীকে ওয়েবসাইটের র‍্যাংক,তার আশেপাশের প্রতিযোগী,তার ওয়েবসাইটের কিওয়ার্ড গুলোর বর্তমান অবস্থা, কোন কোন কী-ওয়ার্ড গুলো তার ওয়েবসাইটকে উপরে পজিশনে নিয়ে যাচ্ছে, একটি ওয়েবসাইট বর্তমান কোন অবস্থায় আছে তা জানতে সহযোগিতা করে আসছিল। 

ফলস্বরূপ, লক্ষ-কোটি ওয়েব ডেভেলপাররা বঞ্চিত হতে যাচ্ছে এইসব সেবাগুলো থেকে। 





লিখেছেন : আবু তাহের

ইমেইল : mail.tahercoxbd@gmail.com





No Comment
মন্তব্য লিখুন
comment url