প্রযুক্তি ডেস্ক :
আমাদের বর্তমান সময় প্রযুক্তির সময়। যেদিকেই তাকায় সবকিছু প্রযুক্তির দ্বারা আবদ্ধ। বলতে গেলে অধ্যাপক মার্শাল ম্যাকলোহানের কথায় বিশ্বগ্রাম। আমরা সেই বিশ্বগ্রামের সদস্য। ইমু,হোয়াটসঅ্যাপ, ভাইবার এসব অ্যাপ দিয়েই চলে সারাটাক্ষন।
এতে যোগাযোগ সহজেই করার আনন্দের সাথে যোগ দিয়েছে নিরাপত্তার দুশ্চিন্তা। এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নিরাপত্তা নিয়ে সবাইকে নিশ্চিত থাকতে হলে জানতে হবে অনেক।
আজকে জেনে নিন ইমুর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে
কিভাবে বুঝতে পারবেন আপনার ইমু অ্যাকাউন্ট নিরাপদ আছে বা কেউ হ্যাক করেনি বা অন্য কেউ ব্যবহার করছে কিনা ?
বুঝার উপায় :
ধাপ-১: প্রথমেই আপনাকে ইমুতে প্রবেশ করতে হবে। এরপর সেটিং এর নেভিগেশন বার এ ক্লিক করুন।
ধাপ-২: এবার অ্যাকাউন্ট সেটিং এ যান
ধাপ-৩: এবার ডিভাইস সেটিং এ যান
ধাপ-৪: এবার এখানে দেখবেন কোথায় কোথায় আপনার ইমু খোলা রয়েছে ( ডিভাইস নাম + দেশ + আইপি এড্রেস থাকবে)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন