আমাদের নিয়মিত আয়োজন : "মহেশখালীকে জানুন " - dailymoheshkhali.com আমাদের নিয়মিত আয়োজন : "মহেশখালীকে জানুন " - dailymoheshkhali.com

আমাদের নিয়মিত আয়োজন : "মহেশখালীকে জানুন "





বাংলাদেশের দক্ষিণের জেলা কক্সবাজারের অন্তর্ভুক্ত ৩৬২.১৮ বর্গ কিলোমিটারের একটি উপজেলা মহেশখালী।যেটি গঠিত হয়েছে ৮টি ইউনিয়ন পরিষদ (বড় মহেশখালী, ছোট মহেশখালী, শাপলাপুর,কুতুবজুম,হোয়ানক,কালারমারছড়া,ধলঘাট,মাতারবাড়ি) নিয়ে । শুধু এখানেই শেষ নয়। দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হিসেবে রয়েছে যার খ্যাতি এবং দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষিত হয়েছিল ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর ( বৃহস্পতিবার )। 


রয়েছে সামাজিক,অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ঐতিহ্যসহ বিভিন্ন কিছুর সংমিশ্রণ। দৈনিক মহেশখালী'র হাত ধরে জানতে পারবেন মহেশখালী উপজেলা তথা ডিজিটাল আইল্যান্ড মহেশখালীর সকল ইতিহাস ঐতিহ্য সম্বলিত প্রয়োজনীয় তথ্য। 


তরুণ প্রজন্মের জন্য ইতিহাস এক অনন্য প্রয়োজনীয় দলিল। ইতিহাস থেকে শেখার আছে অনেক এবং জানার আছে অশেষ। তাই মহেশখালী'র ইতিহাস সংস্কৃতি থেকে শুরু করে সকল বিষয়ে জানতে পারবেন আমাদের নিয়মিত আয়োজন  " মহেশখালীকে জানুন " 

প্রতিটা পর্বে থাকবে ২০টা করে প্রশ্ন এবং উত্তর। প্রতি মাসে থাকবে কুইজ প্রতিযোগিতা। 


এটি প্রকাশিত হবে সাপ্তাহিক পত্রিকার ন্যায় প্রতি রবিবার। থাকবে আপনাদের নিজেদের জিজ্ঞাসা সংযোজনের সুযোগ। 







1 Comments
  • Digitaldinkal
    Digitaldinkal ৩১ ডিসেম্বর, ২০২২ এ ২:১২ AM

    Thanks for share with us
    love form Digital Dinkal

মন্তব্য লিখুন
comment url