এসএসসি ২০২১ : ডাচ্ বাংলা ব্যাংকের স্কলারশিপের আবেদন শুরু ৩ জানুয়ারি - dailymoheshkhali.com এসএসসি ২০২১ : ডাচ্ বাংলা ব্যাংকের স্কলারশিপের আবেদন শুরু ৩ জানুয়ারি - dailymoheshkhali.com

এসএসসি ২০২১ : ডাচ্ বাংলা ব্যাংকের স্কলারশিপের আবেদন শুরু ৩ জানুয়ারি




গত ৩০ ডিসেম্বর দেশব্যাপী প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রতিবছরের ন্যায় এবারো মেধাবী শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ প্রোগ্রামের আবেদন আহবান করেছে ডাচ্ বাংলা ব্যাংক। 


ডাচ বাংলা ব্যাংক স্কলারশিপ ২০২১ শিক্ষা বৃত্তির কর্মসূচীর আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদেরকে ১৯৯৭ সাল থেকে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। এই তালিকায় প্রতিবছর ই যুক্ত হচ্ছে নতুন নতু হাজারো ছাত্রছাত্রী। মূলত তারা সিএসআর কার্যক্রমের আওতায় প্রতি বছর ১০২ কোটি টাকার ও বেশি পরিমান বৃত্তি প্রদান করে থাকে৷ এই পর্যন্ত প্রায় ৬০ হাজার ছাত্রছাত্রী শিক্ষাবৃত্তির আওতায় এসেছে এবং বর্তমানে প্রায় ১৫ হাজার ছাত্রছাত্রী চলমান কর্মসূচীর আওতায় আছে। চলুন এবার জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। 


বৃত্তির পরিমাণ ও সময়কাল


শিক্ষার স্তরঃ এইচ.এস.সি.

সময়কালঃ ২ বছর।

মাসিক বৃত্তিঃ ২,৫০০ টাকা।

বার্ষিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ২৫০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা।



শিক্ষার স্তরঃ

স্নাতক (অনার্স, এমবিবিএস,ডিভিএম,আর্কিটেক্ট)  

সময়কালঃ ৩-৫ বছর।

মাসিক বৃত্তিঃ ৩,০০০ টাকা।

বার্ষিক অনুদানঃ পাঠ্য উপকরণের জন্য এককালীন ৫০০০ টাকা ও পোশাক পরিচ্ছদের জন্য ১,০০০ টাকা।

শিক্ষার স্তরঃ স্নাতকোত্তর (মাস্টার্স)  

সময়কালঃ  ১-২ বছর।

মাসিক বৃত্তিঃ ৩,৫০০ টাকা।

বার্ষিক অনুদানঃ  ১০,০০০ টাকা।



ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তি আবেদনের নিয়ম ও শর্তাবলী:

DBBL Scholarship এর শিক্ষা বৃত্তি এর আবেদন এর প্রক্রিয়া অনলাইনে করা হয়ে থাকে। ফলে সরাসরি কোন আবেদন গ্রহনযোগ্য হবে না। চলুন আবেদন প্রক্রিয়ার বিস্তারিত জেনে নেওয়া যাক।

আবেদনের যোগ্যতাঃ (এসএসসি & এইচএসসি পাশকৃত) :

1.সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)

2.জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৫.০০ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য)

3.গ্রামীণ অনগ্রসর অঞ্চলের স্কুল/শিক্ষা প্রতিষ্ঠানের জন্যঃ ন্যূনতম জিপিএ ৪.৮৩ (চতুর্থ বিষয় ব্যতিত, সকল গ্রুপের জন্য) 

4.স্নাতকোত্তর লেভেলে আবেদনের জন্য মিনিমাম ৩.০০ সিজিপিএ থাকতে হবে।    

অনলাইনে আবেদন প্রক্রিয়াঃ

Click here to Apply Now 


এই ঠিকানায় গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এখানে বিস্তারিত ব্যক্তিগত, ফ্যামিলি এবং একাডেমিক তথ্য দিয়ে আবেদন করতে হবে।     

আবেদন ফরম এর সাথে যা যা সংযুক্ত করতে হবে সেগুলো হলোঃ


1.আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।

2.আবেদনকারীর পিতা মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি।

3.এসএসসি/সমমান বা এইচএসসি/সমমান  পরীক্ষার নম্বর পত্র ও প্রশংসা পত্রের স্ক্যান কপি। 


ডাচ বাংলা ব্যাংক শিক্ষাবৃত্তির অন্যান্য নীতিমালাঃ

1.যে সকল ছাত্র-ছাত্রী অন্য কোন উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তাঁরা ডাচ্-বাংলা ব্যাংকের বৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।


2.গ্রামীণ অনগ্রসর অঞ্চলে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জন্যে বৃত্তির শতকরা ৯০ ভাগ নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা ৫০ ভাগ ছাত্রীদের প্রদান করা হবে।


আবেদনের সময়সীমা :

আবেদন শুরু : ৩ জানুয়ারি ২০২২

আবেদন শেষ : ৬ ফেব্রুয়ারি ২০২২


কিভাবে আবেদন করবেন জানতে এখানে ক্লিক করুন 


সম্পূর্ণ সার্কুলার :



ডিএম/স্কলারশিপ-১




No Comment
মন্তব্য লিখুন
comment url