গুচ্ছ আপডেট : ববিতে তিন ইউনিটে আবেদন করেছে ৩৮ হাজার - dailymoheshkhali.com গুচ্ছ আপডেট : ববিতে তিন ইউনিটে আবেদন করেছে ৩৮ হাজার - dailymoheshkhali.com

গুচ্ছ আপডেট : ববিতে তিন ইউনিটে আবেদন করেছে ৩৮ হাজার



শিক্ষা ডেস্ক:


বরিশাল বিশ্ববিদ্যালয় আপডেট : 

দেশে প্রথম বারের মতো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা হয়েছে এবছর ।  পরীক্ষা শেষ হওয়ার পর আলাদা আলাদা ভর্তি সার্কুলার প্রকাশ করেছে গুচ্ছ অধিভুক্ত সকল বিশ্ববিদ্যালয়। 

এতে গত ২০ নভেম্বর শুরু হয়েছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি আবেদন। গুচ্ছে সর্বোচ্চ রেকর্ড সংখ্যক আবেদন পড়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে আবেদন করেছেন ৩৮ হাজার ১৬০ জন যা প্রতিটি সীটের জন্যে আবেদন সংখ্যার প্রতিদ্বন্দ্বী ২৮ জন।


মানবিক,বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা শাখা সহ মোট আসন সংখ্যা ১৪৪০টি।

আবেদন করেছেন ৩৮ হাজার ১৬০ জন


মোট আবেদন- ৩৮১৬০

এ ইউনিট -২২১৬১

বি ইউনিট -৯৭৫৬

সি ইউনিট-৬২৪৩


গুচ্ছ ভর্তি পরীক্ষার নাম্বারের উপর ভিত্তি করে মেধা যাচাই করে সাবজেক্ট সিলেক্টেড করা হবে।এক সপ্তাহের মধ্যে সাবজেক্ট নির্ধারণ করার রেজাল্ট প্রকাশ করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তির টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাহাত হোসেন ফয়সাল স্যার।


টিডিএম/৩





No Comment
মন্তব্য লিখুন
comment url