অবস্থান : দেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজারের আওতাভুক্ত পাহাড়ি দ্বীপ হিসেবে পরিচিত মহেশখালী উপজেলা। যার আয়তন ৩৬২.১৮ বর্গ কিলোমিটার (প্রায়)।
অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে অবস্থান :
দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর অবস্থান কক্সবাজার উপজেলার পশ্চিমাংশে ২১°২৮´ থেকে ২১°৪৬´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫১´ থেকে ৯১°৫৯´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে। কক্সবাজার জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।
উপজেলা হিসেবে ঘোষণা : মহেশখালী থানাকে ১৯৮৩ সালের ১৫ ডিসেম্বর উপজেলা হিসেবে ঘোষণা করা হয় । এর পূর্বে এটি থানা হিসেবে ছিল।
গুরুত্বপূর্ণ তথ্যের উপর ভিত্তি করে রচিত প্রশ্ন সমাধান সহ নিচের থেকে পড়ে নিন।
ডিজিটাল আইল্যান্ড মহেশখালীকে জানুন এখান থেকেই।
প্রতি পর্বে থাকবে ১০টি করে এমসিকিউ প্রশ্ন এবং বিস্তারিত ইতিহাসের অংশ বিশেষ।
১.দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়েছে কোনটিকে ?
ক.যশোর
খ.মাগুরা
গ.মহেশপুর
ঘ.মহেশখালী
উত্তর : (ঘ.) মহেশখালী
২.মহেশখালী দ্বীপের আয়তন কত ?
ক.৩৮০ বর্গ কিলোমিটার
খ.৩৫৪.৮৭ বর্গ কিলোমিটার
গ.৩৬২.১৮ বর্গ কিলোমিটার
ঘ.৪৫৩.১৯ বর্গ কিলোমিটার
উত্তর : (গ.) ৩৬২.১৮ বর্গ কিলোমিটার
৩.মহেশখালী উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে কত সালে ?
ক.১৯৮২
খ.১৯৮৩
গ.১৯৮৪
ঘ.১৯৮৯
উত্তর : (খ.) ১৯৮৩ সালে। (১৫ ডিসেম্বর)
৪.দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হিসেবে পরিচিত কোনটি ?
বা
দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ?
ক.যশোর
খ.মাগুরা
গ.মহেশপুর
ঘ.মহেশখালী
উত্তর : (ঘ.) মহেশখালী
৫.মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা দেন কে ?
ক.প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ
খ.রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান
গ.প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঘ. স্পীকার শিরীণ আক্তার
উত্তর : (গ.) প্রধানমন্ত্রী শেখ হাসিনা
৬.মহেশখালী উপজেলা জাতীয় সংসদের কত নাম্বার আসনের অধীনে ?
ক.১৯৮
খ.১৯৫
গ.২০১
ঘ.২৯৫
উত্তর : (ঘ.) ২৯৫ নং আসনের অধীনে
৭.মহেশখালী উপজেলা কয়টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত ?
ক.৮
খ.৯
গ.১০
ঘ.১১
উত্তর : (ক.) ৮
৮.মহেশখালী'র দুঃখ বলা হয় কোনটিকে ?
ক.গোমতী নদীকে
খ.বাকঁখালী নদীকে
গ.কুহেলিকা নদীকে
ঘ.সাংগু নদীকে
উত্তর : (খ.) বাকঁখালী নদীকে
৯.কত তারিখে মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়েছে ?
ক.২৭ এপ্রিল
খ.২৭ অক্টোবর
গ.২৭ ডিসেম্বর
ঘ.২৭ ফেব্রুয়ারী
উত্তর : (ক.) ২৭ এপ্রিল
১০.মহেশখালী উপজেলা কক্সবাজার থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত ?
ক.১২ কি.মি
খ.১৩ কি.মি
গ.১৪ কি.মি
ঘ.১৫ কি.মি
উত্তর : (ঘ.) ১৫ কি.মি
আপনার কোন জিজ্ঞাসা,পরামর্শ, মতামত কিংবা অভিযোগ থাকলে পাঠিয়ে দিন আমাদের কাছে। ইমেইল : info@dailymoheshkhali.com
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন