"মহেশখালীকে জানুন" পর্ব - ১ | নিয়মিত আয়োজন


মহেশখালী 

অবস্থান : দেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজারের আওতাভুক্ত পাহাড়ি দ্বীপ হিসেবে পরিচিত মহেশখালী উপজেলা। যার আয়তন ৩৬২.১৮ বর্গ কিলোমিটার (প্রায়)। 

অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে অবস্থান :

দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালীর অবস্থান কক্সবাজার উপজেলার পশ্চিমাংশে ২১°২৮´ থেকে ২১°৪৬´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫১´ থেকে ৯১°৫৯´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে। কক্সবাজার জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। 



উপজেলা হিসেবে ঘোষণা : মহেশখালী থানাকে ১৯৮৩ সালের ১৫ ডিসেম্বর উপজেলা হিসেবে ঘোষণা করা হয় । এর পূর্বে এটি থানা হিসেবে ছিল। 


গুরুত্বপূর্ণ তথ্যের উপর ভিত্তি করে রচিত প্রশ্ন সমাধান সহ নিচের থেকে পড়ে নিন। 

ডিজিটাল আইল্যান্ড মহেশখালীকে জানুন এখান থেকেই। 





মহেশখালী'কে জানুন প্রথম পর্ব :

প্রতি পর্বে থাকবে ১০টি করে এমসিকিউ প্রশ্ন এবং বিস্তারিত ইতিহাসের অংশ বিশেষ। 


১.দেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়েছে কোনটিকে ? 

ক.যশোর 

খ.মাগুরা  

গ.মহেশপুর 

ঘ.মহেশখালী


উত্তর : (ঘ.) মহেশখালী 


২.মহেশখালী দ্বীপের আয়তন কত ? 

ক.৩৮০ বর্গ কিলোমিটার

খ.৩৫৪.৮৭ বর্গ কিলোমিটার 

গ.৩৬২.১৮ বর্গ কিলোমিটার 

ঘ.৪৫৩.১৯ বর্গ কিলোমিটার 


উত্তর : (গ.) ৩৬২.১৮ বর্গ কিলোমিটার 


৩.মহেশখালী উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে কত সালে ? 

ক.১৯৮২

খ.১৯৮৩

গ.১৯৮৪

ঘ.১৯৮৯


উত্তর : (খ.) ১৯৮৩ সালে। (১৫ ডিসেম্বর)


৪.দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হিসেবে পরিচিত কোনটি ?  

বা 

দেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি ? 


ক.যশোর 

খ.মাগুরা  

গ.মহেশপুর 

ঘ.মহেশখালী


উত্তর : (ঘ.) মহেশখালী 


৫.মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা দেন কে ? 


ক.প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ

খ.রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান

গ.প্রধানমন্ত্রী শেখ হাসিনা 

ঘ. স্পীকার শিরীণ আক্তার


উত্তর : (গ.) প্রধানমন্ত্রী শেখ হাসিনা  


৬.মহেশখালী উপজেলা জাতীয় সংসদের কত নাম্বার আসনের অধীনে ? 


ক.১৯৮ 

খ.১৯৫

গ.২০১

ঘ.২৯৫


উত্তর : (ঘ.) ২৯৫ নং আসনের অধীনে


৭.মহেশখালী উপজেলা কয়টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত ? 


ক.৮

খ.৯

গ.১০

ঘ.১১


উত্তর : (ক.) ৮


৮.মহেশখালী'র দুঃখ বলা হয় কোনটিকে ? 


ক.গোমতী নদীকে

খ.বাকঁখালী নদীকে

গ.কুহেলিকা নদীকে

ঘ.সাংগু নদীকে


উত্তর : (খ.) বাকঁখালী নদীকে


৯.কত তারিখে মহেশখালীকে ডিজিটাল আইল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়েছে ? 


ক.২৭ এপ্রিল  

খ.২৭ অক্টোবর 

গ.২৭ ডিসেম্বর  

ঘ.২৭ ফেব্রুয়ারী


উত্তর : (ক.) ২৭ এপ্রিল  


১০.মহেশখালী উপজেলা কক্সবাজার থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত ? 


ক.১২ কি.মি

খ.১৩ কি.মি

গ.১৪ কি.মি

ঘ.১৫ কি.মি


উত্তর : (ঘ.) ১৫ কি.মি


আপনার কোন জিজ্ঞাসা,পরামর্শ, মতামত কিংবা অভিযোগ থাকলে পাঠিয়ে দিন আমাদের কাছে। ইমেইল : info@dailymoheshkhali.com


মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

  1. আইল্যান্ড হাই স্কুলের ফলাফল দেখে নিন এখানে
  2. এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মহেশখালীতে শীর্ষে  বঙ্গবন্ধু মহিলা কলেজ, পাশের হার ৯৭%
  3. ধর্মীয় অবমাননার অভিযোগে পাকিস্তানে উইকিপিডিয়া নিষিদ্ধ ঘোষণা
  4. প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি | বাংলা প্রস্তুতি পর্ব ১
  5. আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস
  6.  প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ পরিবর্তন, জানালেন নতুন তারিখ
  7. প্রাথমিক বৃত্তি পরীক্ষা হবে যেভাবে,সিলেবাস ও মান বন্টণ প্রকাশ
  8. সরকারি স্কুলে ভর্তির লটারির ফলাফল আজ, জেনে নিন বিস্তারিত
  9. কাতার বিশ্বকাপের '৯৭৪' স্টেডিয়াম চেয়েছে বাংলাদেশ
  10. ২ ঘন্টায় চলবে এইচএসসি পরীক্ষা,কমানো হয়েছে নাম্বারও