শিক্ষা ডেস্ক :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটের আলাদা আলাদা মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। আজ রাত ১০টার দিকে এই মেরিট লিস্ট প্রকাশিত হয়। ১ ডিসেম্বর সাবজেক্ট চয়েস শুরু হওয়ার পর গত ৭ ডিসেম্বর সাবজেক্ট চয়েস দেওয়ার সময় শেষ হয়েছে চবির।
চারদিন পর আজ প্রকাশ করেছে ১ম মেধা তালিকা
এতে ১ম মেরিট লিস্টে A Unit এ ১২১২ জন, B unit এ ১২০০ জন,C unit এ ১১০০ জন এবং D Unit এ ১১৬০ জন পর্যন্ত ডাকা হয়েছে।
মেরিট লিস্ট পিডিএফ ডাউনলোড করার লিংক :
এ ইউনিট - ডাউনলোড
বি ইউনিট - ডাউনলোড
সি ইউনিট - ডাউনলোড
ডি ইউনিট - ডাউনলোড
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন